Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারীতে তরুণীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ১৫:১৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে খাদিজা আক্তার কেয়া (২৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ওয়ারীর র‍্যাংকিং স্ট্রিটের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খাদিজা বাড্ডার বড় বেড়াইদ চাদারটেক এলাকার মো. আক্তার মিয়ার মেয়ে। তবে পরিবার বর্তমানে ওয়ারীর ওই বাসায় ভাড়া থাকেন।

মৃত খাদিজার ছোট ভাই মো. ইমন হাসান জানান, দুইভাই ও একবোনের মধ্যে মেজো ছিলেন খাদিজা। ৫-৬ বছর আগে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে ছয় বছরের মেয়ে আরোহীকে নিয়ে তাদের সঙ্গে থাকতেন খাদিজা। তন্ময় নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্ক চলছিল। তন্ময় তার বোনকে বিয়ে করবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তন্ময় খাদিজাকে খুব সন্দেহ করতেন। এ কারণে খাদিজার বেডরুমে ছয়মাস আগে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছেন তিনি।

ইমন আরও জানান, শুক্রবার রাতে তন্ময় ও খাদিজার মধ্যে মোবাইলে ঝগড়া হয়। এরপর অনেক কান্নাকাটি করে রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়েন খাদিজা। এরপর রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভাঙে। এ সময় তারা দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন খাদিজা। তখন থানায় খবর দেন তারা।

ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেয়েটির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবার থেকে জানতে পেরেছেন তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে খাদিজার বেডরুমে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই বিষয়টি পুলিশ অবগত নয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

তরুণীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর