Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান বিপজ্জনক দেশ: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ১৪:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৬:৩১

ঢাকা: ‘পাকিস্তান সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ’— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এমনটাই মন্তব্য করেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের ভাষণে জো বাইডেন পাকিস্তানের পরমাণু অস্ত্র বিষয়ে প্রশ্ন তুলেন।

মার্কিন প্রেসিডেন্টের ভাষণের উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউজের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পারমাণবিক অস্ত্রের প্রেক্ষিতে বাইডেন পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেছেন।’ বাইডেন বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলোর একটি। কারণ তারা কোনো সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র রেখেছে।’

বিজ্ঞাপন

হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, বাইডেন বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং দেশগুলো তাদের জোট নিয়ে পুনর্বিবেচনা করছে। সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি যে, বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি মোটেও তামাশার বিষয় নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে আছে যে, আমরা কীভাবে বিষয়টি দেখছি (পাকিস্তানের পরমাণু অস্ত্র)। এবং আমরা কী করি।’

বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর খান।

শনিবার এক প্রেস কনফারেন্স চলাকালীন পাকিস্তান সম্পর্কে জো বাইডেনের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা একেবারে নিরাপদ যা আন্তর্জাতিক সংস্থাগুলো বহুবার নিশ্চিত করেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সন্দেহ ‘সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন’।

সারাবাংলা/আইই

জো বাইডেন টপ নিউজ পাকিস্তান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর