Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ৬ দিন পর ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২২ ২৩:১৮

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার বাসিন্দা মমতাজ (৪০) বিএসএফের গুলিতে নিহত হওয়ার ছয়দিন পর মরদেহ আনুষ্ঠানিকভাবে ফেরত দিল বিএসএফ।

শুক্রবার (১৪ অক্টোবর) কামারপাড়া সীমান্তের ৮১ নম্বর প্রধান খুঁটির অপরপাশে ভারতের অভ্যন্তরে সন্ধ্যা ৭টায় মরদেহ হস্তান্তর করে বিএসএফ। উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ছোটবলদিয়া গ্রামে মমতাজের বাড়ি।

মরদেহ হস্তান্তরের সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের মুন্সীপুর কোম্পানি কমান্ডার শেখ মোহাম্মদ ইমরান আলী ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নিখিল অধিকারী, ভারতের পক্ষে পুলিশের কৃষ্ণগঞ্জ থানার ডিএসপি সুভাষ রায়, আইসি বাবিন মুখার্জি এবং বিএসএফের বিজয়পুর ক্যাম্পের ইন্সপেক্টর মহেশ রায় উপস্থিত ছিলেন।

সীমান্তের মাথাভাঙ্গা নদী পার হয়ে নিহত মমতাজের চাচা ওলি হোসেন বিজিবির কাছ থেকে মরদেহ বুঝে নেন। রাতেই নিজ গ্রাম ছোটবলদিয়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

নিহত মমতাজের লাশ ফেরত নিতে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ৮১ নম্বর প্রধান খুঁটি বরাবর বিজিবিও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত রবিবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ছোটবলদিয়া সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছে দিয়ে কাঁটাতার পার হয়ে কয়েকজন চোরাকারবারী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে মমতাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিন সকাল ১০টায় বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের ভেতর কৃষ্ণনগরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বিএসএফ লাশ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর