Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের মাসকে কলঙ্কিত করার টার্গেট নিয়েছে বিএনপি: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২২ ২২:২৪

ঢাকা: বিএনপি দেশের জন্য একটি বোঝা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই দলটি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায়। তারা এখন সেই টার্গেট নিয়েছে। বিভিন্ন সময় হাঁক-ডাক দেয়।

শুক্রবার (১৪ অক্টোবর) কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদী বিরুদ্ধে সমাবেশে তিনি একথা বলেন।

আওয়ামী লীগকে দিনক্ষণ দিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে নানক বলেন, ‘মনে নাই, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়েছিলাম। জনগণ আর আপনাদের ক্ষমতায় বসতে দেয়নি, দেবেও‌ না। তাই একবার বলে রোজার ইদের পরে, আরেকবার বলে কোরবানির ইদের পরে। এখন আবার তারিখ দিয়েছে ডিসেম্বর মাস। এর মূল কারণ, বিজয়ের মাসকে কলঙ্কিত করার জন্যই তারা টার্গেট করেছে। কারণ এই মাস মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করে। তারা আবার সেই পাকিস্তানি পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই আবার বাংলার স্বাধীনতার বিজয়ের মাসকেই বেছে নিয়েছে। কিন্তু বাংলার মাটিতে তা আর হতে দেওয়া হবে না।’

বিএনপির মহাসচিবের উদ্দেশে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘এই যে দিন তারিখ দেন, এগুলো আর ভালো লাগে না। বরিশাল জেলায় চর দখলের জন্য এক সময় দিন তারিখ দেওয়া হতো। বিএনপি রাজনীতি করতে নামেনি, তারা চর দখল করতে নেমেছে। তারা এখন মাহুত ছাড়া পাগলা হাতি। এদেশের জন্য একটি হুমকি।’

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে নানক বলেন, ‘খালেদা জিয়া দন্ডিত আসামি। আইনের দৃষ্টিতে তিনি নির্বাচন করতে পারেন না। তাদের দলের আরেকজন (তারেক রহমান) লন্ডনে বিশাল এক বাড়িতে থাকে। বাংলাদেশ থেকে লুট করা অর্থ নিয়ে সেখানে বিলাসবহুল জীবনযাপন করে। বিএনপি কিছু অর্থ উপার্জনের জন্য বিভিন্ন সময় হাঁক-ডাক দেয়।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে বিএনপির গণ সমাবেশের প্রসঙ্গে নানক বলেন, ‘বিএনপি নাকি একটি সমাবেশ করেছে। সারাদেশ থেকে নাকি তাদের নেতাকর্মী সেই সমাবেশে যোগ দিয়েছে। তারা যেটাকে সমাবেশ বলছে, মানুষ হাসে। আওয়ামী লীগের অন্য কোনো সহযোগী সংগঠনের দরকার নেই, বাংলাদেশ ছাত্রলীগই এর চেয়ে বড় সমাবেশ করতে পারে।’

বিগত দিনের সরকারের উন্নয়ন তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, উন্নয়নের দেশের চিত্র ফুটে উঠেছে। দেশের উন্নয়ন আর কেউ ঠেকাতে পারবে না।’

জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক বিএনপি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর