Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২ ১১:০২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৬:৩৩

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রেলেহ শহরের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী বন্দুকধারীর হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রেলিগে শহরে এ ঘটনা ঘটে। এরইমধ্যে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীর এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুই জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। খবর ইউএস টুডে’র।

বিজ্ঞাপন

ঘটনার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’

ক্যারোলিনার স্থানীয় বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে যান। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে।

হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ নিহত ৫ বন্দুক হামলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর