Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ২১:৩৫

ঢাকা: গাজীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাছা বড়বাড়ি এলাকা এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধরা হলেন- আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)। এদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আলআমিন গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। তারা ডিজেলচালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে যান। কাভার্ডভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতেই গ্যাস ভরতে গিয়েছেলন তারা। গ্যাস ভরার শুরুতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা পাঁচ জনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গাজীপুর টপ নিউজ সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর