Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমা: প্রথম পর্ব ১৩-১৫ ও দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১৬:৫৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৭:০৯

ফাইল ছবি

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কাটিতে টানা দুই বছর পর তুরাগ তীরে টঙ্গীর মাঠে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও দুই দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফা হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। আর দ্বিতীয় দফা হবে ২০ থেকে ২২ জানুয়ারি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে এ সকল তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগের মতো টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘এর আগে বিশ্ব ইজতেমা নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত হয়। তখন আমরা দুই গ্রুপের নেতাদের ডেকে বলেছিলাম যে একসঙ্গে ইজতেমা করলে সেটা কিভাবে করবেন, আর যদি আলাদা করেন তাহলে কে আগে এবং কে পরে সেটা জানান। তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। তারপর আমরা দুই গ্রুপের জন্য দুইটি তারিখ আগের বারে ঠিক করে দিয়েছিলাম।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা এবারও একসঙ্গে করতে রাজী হননি। এবার জোবায়ের গ্রুপ ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। আর ওয়াসেক গ্রুপ ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। প্রথম পক্ষ ইজতেমা শেষে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবেন। তারা দ্বিতীয় দফা ইজতেমার জন্য মাঠ প্রস্তুত করবেন।’

এ ছাড়া এবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর