গাইবান্ধায় নির্বাচন বন্ধ করা অযৌক্তিক: ওবায়দুল কাদের
১৩ অক্টোবর ২০২২ ১৫:৫৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৭:০২
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকায় বসে সাংবাদিকদের নিয়ে ভোট বন্ধ করা কতটা যৌক্তিক, আইনসম্মত; তা নির্বাচন কমিশনকে ভেবে দেখতে বলবো।’ গতকাল বুধবার (১২ অক্টোবর) অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পুরোপুরি বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সে প্রসঙ্গেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর বছিলায় নগর পরিবহনের নতুন দু’টি বাস রুটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘উপনির্বাচনে ৫১টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলেছেন, তাদের কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু হয়েছে। অতীতে নির্বাচন বন্ধের ঘটনা আছে বলে মনে হয় না। পুরো নির্বাচন কেন বন্ধ করা হলো তা বোধগম্য না।’
এসময় খালেদা জিয়ার মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘মামলা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করেনি। যারা মামলা করেছে, তাদের কাছে গিয়ে মামলা প্রত্যাহারের আহ্বান করুন। মামলা কেন প্রত্যাহার করা হবে? মামলা প্রত্যাহার আদালতের বিষয়। আমাদের কাছে এটা বলা মামাবাড়ির আবদার। সাজাপ্রাপ্ত আসামি তিনি। শেখ হাসিনার উদারতার জন্যই তিনি জেলের বাইরে।’
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখা, সমাবেশে দশ লাখ লোক সমাগমের কথাকে বিএনপির ‘হাঁকডাক’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দশ লাখ তো দূরের কথা, গতকাল চট্টগ্রামে শেষ পর্যন্ত লাখের কাছাকাছি মানুষ হয়েছে। চট্টগ্রামে পারেননি, অন্য বিভাগেও পারবেন না। এভাবে ঢাকায় মহাসমাবেশের রঙিন খোয়াব কর্পুরের মতো উড়ে যাবে। সমাবেশ করলেও লাঠি আর আগুন সন্ত্রাস চলবে না। শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।’
২০১৪ সালের অবরোধ এখন চলছে, বিএনপি কি আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাহার করেছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে বিএনপি। এটা সত্যিকার অর্থেই মামাবাড়ির আবদার। রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশ গেছেন তারেক রহমান। যথাসময়ে নির্বাচন হবে, সরকার কোনপ্রকার হস্তক্ষেপ করেনি, করছে না। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। খেলা হবে!’
সারাবাংলা/আরএফ/এমও
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গাইবান্ধা উপনির্বাচন টপ নিউজ নির্বাচন কমিশন