Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১৫:০১

নেত্রকোনা: নেত্রকোনায় বসতঘর থেকে তৌফিকুল ইসলাম টিটু নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের আরামবাগ এলাকার বহুতল ভবনের চারতলা থেকে মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ সদস্যরা।

নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য টিটু মরহুম শামছুল ইসলাম মানিকের ছেলে। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মেদনি ইউনিয়নের বাহিরচাপড়া নয়াপাড়া গ্রাম।

সংসারে তিনি ৬ বছর বয়সী এক মেয়ের বাবা ছিলেন। এছাড়া স্ত্রী লাবণ্য আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলেও জানিয়েছে পরিবার সূত্র।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, সাব ইন্সপেক্টর মো. আলমগীর কবির।

ওসি শাকের আহমেদ জানান, মরদেহ উদ্ধারের পর রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

যুবলীগ নেতা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর