Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১৪:১১

ঢাকা: খুলনার ডুমুরিয়ার ২০০৭ সালে অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে (২৮) কুপিয়ে হত্যার দায়ে স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) গ্রহণ করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। সাবিনা তখন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ২১ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদণ্ড দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার।

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল ও জেল আপিল করেন। আজ আসামির আপিল খারিজের পাশাপাশি ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/ইআ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মৃত্যুদণ্ড বহাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর