বাড়ছে না বিদ্যুতের দাম
১৩ অক্টোবর ২০২২ ১২:২৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৫:৪৭
ঢাকা: আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুতের আগের পাইকারি দাম বহাল রাখার কথা বলছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিদ্যুতের মূল্য বৃদ্ধি সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল।
এর আগে, বিদ্যুতের দাম বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিইআরসিতে প্রস্তাব পাঠায়।
বিআইরসি চেয়ারম্যান বলেন, ‘৯০ কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা এর মধ্যে বিষয়টি নিয়ে একাধিকবার বসেছি এবং বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনঃনির্ধারণের প্রস্তাব পাঠায় বিইআরসি’র কাছে। এরপর প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়। সব পর্যালোচনা করে আজ জরুরি বৈঠক করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাদের প্রস্তাব বিবেচনা করে বিদ্যুতের দাম পুনঃনির্ধারণ করা সম্ভব হলো না। ফলে আগের দামেই থাকবে।’
এর আগে, গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুণানি করে বিইআরসি। সেখানে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। শুনানির ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। সে ৯০ কার্যদিবস শেষ হবে আগামীকাল ১৪ অক্টোবর। তার একদিন আগেই এ সিদ্ধান্ত জানাল বিইআরসি।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি পাঁচ টাকা ১৭ পয়সা নির্ধারণ করে বিইআরসি।
সারাবাংলা/জেআর/ইআ