Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে দলবেঁধে বিউটিশিয়ানকে ধর্ষণ, গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১২:১৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৬:০৯

ঢাকা: রাজধানীর ধানমন্ডির একটি বাসায় বিউটিশিয়ানকে (২৫) দলবেঁধে ধর্ষণের ঘটনায় চার জনের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় এক বিউটিশিয়ানকে ডেকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে গতরাতে। এরপর রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার বিস্তারিত বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে।’

এর আগে, গতরাতে ভিকটিমের স্বামী বাদী হয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ওই নারী ধর্ষণের শিকার হন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। হোম সার্ভিসের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল। পরে বুধবার (১২ অক্টোবর) দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এরপর পুলিশ ওই নারীকে নিয়ে ঘটনাস্থলে যায়।

সারাবাংলা/ইউজে/এমও

গ্রেফতার ধানমন্ডি বিউটিশিয়ানকে ধর্ষণ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর