Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১৩:৫৬

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার ও রুপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকালে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- আড়াইহাজারের সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়ার বাহেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া।

ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানান, বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে বন্ধন পরিবহনের একটি বাস নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এদিকে, রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় ওবায়দুল হক নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকালে তিনি ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওমর ফারুক।

সারাবাংলা/ইআ

টপ নিউজ সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর