৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
১২ অক্টোবর ২০২২ ১৩:০৭
ঢাকা: দেশের কৃষিখাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে এই পুরস্কার তুলে দেন উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী।
এবার কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদান রাখায় ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেওয়া হয়।
১৪২৫ বঙ্গাব্দে পুরস্কার পেলেন ১৫ জন। এদের মধ্যে স্বর্ণপদক পেয়েছেন বগুড়ার শেরপুরের প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান। কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজে তিনি এই পদক পেয়েছেন।
সারাবাংলা/এনআর/ইআ
টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার