Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ জেলায় কাদের-চুন্নুকে অবাঞ্ছিত ঘোষণা— দাবি রওশনপন্থিদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ২১:৩৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ ০৭:৩৭

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আট জেলার রওশনপন্থি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন বলে দাবি করা হয়েছে। জেলাগুলো হলো- খুলনা, ব্রাহ্মণবাড়ীয়া, নড়াইল, ময়মনসিংহ, নাটোর, নোয়াখালী, কুমিল্লা ও যশোর।

মঙ্গলবার (১১ অক্টোবর) এই আট জেলার রওশনপন্থি জাপা নেতারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অবাঞ্ছিত ঘোষণা করেন। রওশনপন্থি সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে বলেন, এক মুখে দু’রকম কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জিএম কাদের একবার বলেন রওশন এরশাদ তার মায়ের মতো, আবার তাকে বহিষ্কার-অব্যাহতির হুমকি দেন। এটা তার দ্বিমুখী চরিত্রের বহিঃপ্রকাশ। যা রাজনৈতিক অদক্ষতার পরিচয় বহন করে। তাই অযোগ্য ও অদক্ষ চেয়ারম্যান-মহাসচিবকে সারাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এদিকে, গত সোমবার (১০ অক্টোবর) থেকে জাতীয় পার্টির সম্মেলন নিয়ে দুই দিনব্যাপী শুরু হওয়া প্রস্তুতি সভা মঙ্গলবার শেষ হয়েছে। সভায় ২৬ নভেম্বর আহুত জাতীয় কাউন্সিল পর্যন্ত পার্টির মুখপাত্র হিসেবে দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে জাপার জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটি সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেন, ‘চুন্নু-কাদের গংরা রওশন এরশাদের ক্যানসার হয়েছে বলে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। অসত্য কথা বলে জাপা নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছেন। জিএম কাদের ও চুন্নু সীমা লঙ্ঘন করে কথা বলছেন।’ এ সময় তিনি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সম্মেলন কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক ও জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ বলেন, ‘আজ অবৈধ মহাসচিব যে ভাষায় কথা বলছেন, তা একদিন বুমেরাং হবে। বিএনপির টিকিটে এমপি হতে যাওয়া চুন্নু রওশন এরশাদের গাড়ির পতাকা নামিয়ে ফেলার হুমকি দিয়ে যে স্পর্ধা দেখাচ্ছেন, জিএম কাদেরের দিকেও একদিন সেই আঙ্গলু উঠবে। মনে রাখবেন আগাছা-পরগাছা বাড়তে দিতে নাই। লায় দিলে বানরও মাথায় ওঠে।’

দুই দিনব্যাপী সভায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ঘোষিত আসন্ন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পুনর্বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের মধ্যেই অসমাপ্ত জেলার সম্মেলন প্রস্তুতি কমিটিগুলো সম্পন্নের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অবাঞ্ছিত ঘোষণা জাতীয় পার্টি জিএম কাদের টপ নিউজ রওশন এরশাদ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর