ভূমধ্যসাগরে বিরোধ মেটাতে ইসরাইল-লেবানন সমঝোতা
১১ অক্টোবর ২০২২ ১৭:২৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ ২০:০৩
ঢাকা: গ্যাসসমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলমান সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান ঘটাতে লেবানন ও ইসরাইল একটি ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বিবৃতিতে বলেন, এটি একটি ঐতিহাসিক অর্জন যা ইসরাইলের নিরাপত্তা শক্তিশালী করবে। ইসরায়েলের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন অর্থ যোগান এবং আমাদের উত্তর সীমান্তের স্থিতিশীলতা নিশ্চিত করবে।
লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বউ সাব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি চুক্তিতে সম্মত হয়েছেন। এই চুক্তিতে উভয় পক্ষ সন্তুষ্ট।
তিনি বলেন, চুক্তিতে লেবাননের সমস্ত দাবিদাওয়াকে আমলে নেওয়া হয়েছে। লেবানন তার সম্পূর্ণ অধিকার পেয়েছে। লেবাননের সমস্ত প্রয়োজনীয়তা বিবেচনা করে এই চুক্তি হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ইসরাইলেরও একই অনুভূতি হওয়া উচিত।
সারাবাংলা/আইই