Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন হয়নি ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর

স্টাফ করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ১৫:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার দুই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

মঙ্গলবার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জামিন না মঞ্জুর হওয়ায় অপর আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।

এদিন আসামিদের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন।

গত ৮ অক্টোবর ২৪ আসামিকে কারাগারে পাঠানো হয়। আদালত মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করে দেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

সারাবাংলা/এআই/এনএস

ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর