Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ১৩:৫৫

মেহেরপুর: জেলার গাংনী উপজেলায় ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে একজন নারী শ্রমিক মারা গেছেন। মৃত নারীর নাম নাজমা খাতুন (২৫)।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত নাজমা উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের দয়েরপাড়া গ্রামের আসমত আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, নাজমা খাতুন পেশায় শ্রমিক। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ভ্যানে করে কাজীপুরের দিকে যাচ্ছিলেন তিনি। পথে অসাবধানবশত সাহেবনগর কাছাকাছি পৌঁছালে তার গলায় থাকা ওড়নাটি ভ্যানের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে করে মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা নাজমাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসাবধানবশত নাজমার গলায় থাকা ওড়নাটি ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

গাংনী উপজেলা মেহেরপুর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর