সিলেটে টানা বৃষ্টি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ১২:৩৩
১১ অক্টোবর ২০২২ ১২:৩৩
সিলেট: নিম্নচাপের প্রভাবে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর থেকে একটানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরের বিভিন্ন স্থানে। সকাল ৯টা পর্যন্ত ৪৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে সিলেটে বৃষ্টি নামছে। এই বৃষ্টি আরও ২/১ দিন থাকতে পারে।
এদিকে টানা বৃষ্টির কারণে সিলেটের জীবনযাত্রা থমকে গেছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। পাশাপাশি রাস্তাঘাটেও যানবাহনের চলাচল কম। অনেক বাসাবাড়ির উঠানেও পানি জমেছে।
এদিকে, সকালে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের বদরুল শাহ আরেফিন মারা গেছেন।
এছাড়া টানা বৃষ্টির কারণে এশিয়া কাপেও খেলাও হয়নি।
সারাবাংলা/এমও