Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি রেশমা, সম্পাদক মায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২২ ২০:০৭

সিরাজগঞ্জ: নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি মনোনীত হয়েছেন রুমানা রেশমা এবং সাধারণ সম্পাদক আফরিন মায়া।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে জেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই দু’জনের নাম ঘোষণা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আকতার।

বিজ্ঞাপন

এর আগে, এদিন বেলা ১১টার দিকে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ জেলা যুবলীগের প্রথম সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার। শত শত যুব নেত্রীদের অংশগ্রহণে মুখরিত ছিল এই সম্মেলন।

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুমানা রেশমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

আফরিনা মায়া যুব মহিলা লীগ রেশমা সভাপতি সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর