অক্টোবরে জনগণকে ১০০টি সেতু উপহার দেবেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২২ ১৫:৩০ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ ১৫:৩২
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চলতি মাসের শেষদিকে, ২৮ তারিখ শনিবার হলে আমাদের জন্য ভালো হয়। প্রধানমন্ত্রী একমাসে একসঙ্গে ১০০টি সেতু দেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভদিনের অপেক্ষায় আমরা আছি।’
সোমবার (১০ অক্টোবর) মধুমতি নদীর উপর মধুমতি সেতু এবং শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত “বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু”র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতু দু’টির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল ও নারায়ণগঞ্জ সেতু প্রান্তে স্থানীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী, জনগণ আপনার উদ্বোধনের অপেক্ষা করছে। প্রস্তুত হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নের প্রজেক্ট এমআরটি-৬ লাইন। সেটাও এ বছরের প্রান্তিকে আপনি উদ্বোধন করতে পারবেন। আশা করছি চলতি বছরের প্রান্তিকে আপনি চট্টগ্রামের সেই বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল শুভ উদ্বোধন করবেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী আমরা অপেক্ষা করছি, এখন টুকটাক কিছু কাজ বাকি আছে ১০০টি সেতু একসঙ্গে আপনি উপহার দেবেন। বাংলাদেশের জনগণ অলমোস্ট রেডি। এই চলতি মাসে ১০০টি সেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভ দিনের অপেক্ষায় আমরা আছি।’
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। আরও বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূতসহ প্রকল্প সংশ্লিষ্টরা।
সারাবাংলা/এনআর/ইআ