Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে নারী কর্মী নির্যাতনের ঘটনায় আদম বেপারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ২২:৪৬

হবিগঞ্জ: মধ্যপ্রাচ্যে দেশ সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে ইয়াসমিন নামে এক নারী নির্যাতনের ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের কাসেম মিয়া নামে এক আদম বেপারিকে আটক করেছে পুলিশ।

গত ২৭ সেপ্টেম্বর জীবিকার তাগিদে গৃহকর্মীর কাজে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দেওয়ার পর ইয়াসমিনের ওপরে শুরু হয় নির্যাতন। একপর্যায়ে ইয়াসমিন তার পিতা কুদ্দুস মিয়াকে মোবাইল ফোনে নির্যাতনের বিষয়ে জানান।

গত শনিবার (৮ অক্টোবর) সকালে সরকারের সহায়তায় ইয়াসমিনকে দেশে ফিরিয়ে আনা হয়।

জানা যায়, মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী উপজেলা চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আইয়ুব আলীর ছেলে কাসেম মিয়া নামে এক মানবপাচারকারী মাধ্যমে ওই নারী মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরব যাওয়ার পর ইয়াসমিন এর ওপর নির্যাতন শুরু হলে তার পিতা মাধবপুর থানায় ওই মানব পাচারকারীর নামে মামলা দায়ের করে।

পরে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি গুরুত্ব দিয়ে চুনারুঘাট থানার ওসিকে মামলার বিষয়টি জানালে রোববার (৯ অক্টোবর) চুনারুঘাট থানার পুলিশের অভিযানে ওই মানব পাচারকারী কাসেম মিয়া আটক করে মাধবপুর থানায় পাঠানো হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, কাসেম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একে

নারী গৃহকর্মী সৌদি আরব

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর