মাধবপুরে ইদে মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত
৯ অক্টোবর ২০২২ ১৬:৪৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২২ ১৬:৪৭
হবিগঞ্জে: মাধবপুর উপজেলায় নবীপ্রেমী জনতার উচ্ছ্বাসমুখর অংশগ্রহণে পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ অক্টোবর) সকালে জশনে জুলুসটি উপজেলা সদর থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক, পৌরসভা শহরে প্রধান প্রধান সড়ক দিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
ইদে মিলাদুন্নবী উপলক্ষে মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতে ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আনসারি ও সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমানের নেতৃত্বে এ জশনে জুলুসের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা হযরত মোহাম্মদ (সা.) আগমন সম্পর্কে আলোচনা ও গুরুত্ব তুলে ধরেন। মাধবপুরের বিভিন্ন ইউনিয়নসহ আশপাশ এলাকার নবীপ্রেমী হাজার মানুষ জশনে জুলুসে অংশ নেন।
উপজেলা চত্বরে মাধবপুর ইদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নেতাদের উপস্থিতিতে মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করে আনন্দ মিছিল শেষ হয়।
সারাবাংলা/ইআ