Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় আ.লীগের নির্বাচনী অফিস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ১৪:৫৬

গাইবান্ধা: গাইবান্ধা-৫ আসন (গাইবান্ধা-সাঘাটা ফুলছড়ি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর ৩টি প্রচারণা অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত সাঘাটার কচুয়াহাট, হলদিয়া ও ফুলছড়ি উপজেলার উদিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রচারণা অফিস স্বাভাবিকভাবে প্রচারণা চলছিল। রাত সাড়ে ১০ টার দিকে প্রচারণা অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। গভীর রাতে কে বা কারা ওই ৩টি নির্বাচনী প্রচারণা অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এ সময় তারা জাতীর পিতা বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিড়ে মাটিতে ফেলে দেয়। আজ রোববার (৯ অক্টোবর) সকালে নেতাকর্মী ও এলাকাবাসী গিয়ে এ অবস্থা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি কাওছার আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলি। তবে কোনো মামলা না হওয়ায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।

সারাবাংলা/এনএস

গাইবান্ধা গাইবান্ধা-৫ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর