Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঙ্গাবাড়িয়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ০৯:৩৪ | আপডেট: ৯ অক্টোবর ২০২২ ১৩:০৩

নাটোর: সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। শনিবার (৯ অক্টোবর) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গত রাত ১টার দিকে বাজারে আগুনের শিখা দেখতে পেয়ে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকানের সমস্ত মালামাল।

বাজারে গার্মেন্টস, জুতা-স্যান্ডেল, ওষুধসহ নানা ধরনের দোকান ছিল। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা ক্ষতিগ্রস্তদের।

ঘটনাস্থলে উপস্থিত থাকলেও আগুন লাগার কারণ নির্দিষ্ট করে বলতে পারেননি নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান।

সারাবাংলা/এমও

আগুন নাটোর বাঙ্গাবাড়িয়া বাজার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর