Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ২ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২২ ১৬:১৪

জয়পুরহাট: জেলায় দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে বন্দুক, গুলি, ফেন্সিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

শনিবার (৮ অক্টোবর) সকালে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আক্কাস আলীর ছেলে হৃদয় আলী (২৬), উত্তর গোপালপুর গ্রামের আজাদ মণ্ডলের ছেলে শাকিল মণ্ডল (২১)।

এ বিষয়ে মেজর মোস্তফা জামান জানান, আটককৃত অস্ত্র ব্যবসায়ী হৃদয় ও শাকিল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র ও মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকায় অস্ত্র বেচাকেনা হওয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে তিনটি বন্দুক (ওয়ান শুটারগান), তিন রাউন্ড গুলি, ধারাল চাকু, চার বোতল ফেন্সিডিল ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এনএস

অস্ত্র ব্যবসায়ী আটক জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর