শুক্রবার ঢাবিতে শুরু হচ্ছে ৮ম নৃবিজ্ঞান বিতর্ক উৎসব
২৬ এপ্রিল ২০১৮ ২১:৪৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ২২:০৪
।। ইউনিভার্সিটি করেপন্ডেন্ট ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘নিয়ম ভাঙার শুদ্ধ যুদ্ধে, জীবন চলুক যুক্তির নিয়মে’ এই স্লোগান নিয়ে শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী ৮ম নৃবিজ্ঞান বিতর্ক উৎসব। ‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নৃবিজ্ঞান বিতর্ক উৎসব ২০১৮’ নামের এই উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাব।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) আয়োজক ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে এই উৎসব চলবে বিকেল ৪টা পর্যন্ত। উৎসবের শুরুর দিনে থাকছে আন্তঃবর্ষ বিতর্ক এবং তৃতীয় আন্তঃসামাজিক বিজ্ঞান অনুষদ বিতর্ক। দ্বিতীয় দিন শনিবার থাকবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক।
তিনি আরও জানান, এবারের উৎসবে ২২টি দল অংশ গ্রহণ করছে। এ ছাড়া বারোয়ারি বিতর্কের জন্য নিবন্ধন করেছেন ৩০ জন। এই উৎসবের মিডিয়া পার্টনার গাজী টেলিভিশন এবং অনলাইন পার্টনার সারাবাংলা ডটনেট।
সারাবাংলা/ আরএম/এমআইএস