Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছায় কারাবরণ করতে চাইলেন নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২২ ১৪:৩৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২২ ১৫:২২

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আদালতে যান গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে অর্ধশতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে পড়েন তারা।

বিজ্ঞাপন

এদিন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়। নেতাকর্মীদের না ছাড়া হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো।

সংবাদ সম্মেলনে শেষে প্রায় ৩০ মিনিট অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবার ফিরে যান নুর।

গতকাল শুক্রবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

সারাবাংলা/এআই/ইআ

টপ নিউজ ভিপি নুরুল হক নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর