Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইমানেও গণকবরের সন্ধান পেলো ইউক্রেনীয় কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২২ ১০:৩৬

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমানে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো এক অনলাইন পোস্টে এ দাবি করেছেন। গত সপ্তাহে ইউক্রেনের সেনারা লাইমানকে রুশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে।

ইউক্রেনের বার্তাসংস্থা ইউক্রিনফর্মের খবরে এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, গণকবরটিতে ১৮০টি মৃতদেহ পাওয়া গেছে। কিয়েভ পোস্টের খবরেও বলা হয়েছে, লাইমানে পাওয়া গণকবরে ১৮০টি মৃতদেহ দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

যদিও লাইমানের গভর্নর জানিয়েছেন, গণকবরে কতগুলো মৃতদেহ রয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়াম রুশ সেনাদের নিয়ন্ত্রণমুক্ত করে ইউক্রেনীয় সেনারা। সেখানেও একটি গণকবর পাওয়া যায়। ওই গণকবরে ৪৩৬টি মৃতদেহ দাফন করা হয়েছিল বলে জানা যায়।

সেসময় ইজিয়াম সফরে গিয়ে রুশ নেতৃত্বকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নও একটি যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায়। পরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইজিয়ামে তদন্তের জন্য একটি প্রতিনিধিদল পাঠায়।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া লাইমান লাইমান গণকবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর