Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

লোকাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২২ ০৯:৫৪

হিলি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

শনিবার (৮ অক্টোবর) সকালে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, ‘পূজার ৮ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘ছুটি শেষে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হওয়ায় বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দিতে শ্রমিক প্রস্তুত রেখেছে। যাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্নস্থানে তারা বাজারজাত করতে পারে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি টপ নিউজ হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর