Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণ গেল ৩ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২২ ২৩:৩৪

যশোর: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন আরমান, সালমান ও হাসিব। তারা মোটর সাইকেলে করে ঝিকরগাছা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মহাসড়ক সংলগ্ন নতুন বাজার সংলগ্ন স্টোন ভাটার সামনে একটি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহীদের দুইজনের মৃত্যু হয় এবং যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

নিহত আরমান যশোর সদরের বাজে দুর্গাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে, সালমান একই গ্রামের আলমগীরের ছেলে এবং হাসিব সদরের এড়ে›ন্দা গ্রামের খোকনের ছেলে।

নিহত সালমানের চাচা রনি হোসেন বলেন, ‘এক মোটর সাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের (বাস-ট্রাক নিশ্চিত নয়) সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।’

যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘বাস নাকি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছিল তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’

সারাবাংলা/একে

টপ নিউজ বেনাপোল মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর