প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে : আনু মুহাম্মদ
২৬ এপ্রিল ২০১৮ ২০:৪৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৮ ২০:৪৭
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলে মন্তব্য করেছেন, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি জিলানী শুভর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, সহসভাপতি সুমন সেন গুপ্তসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে নেতা- কর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলেন প্রশ্ন ফাঁস হলে আমি কি করবো? আপনার যদি কিছুই করার না থাকে তাহলে আপনি পদত্যাগ করুন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘২০১০ সালে যে শিক্ষানীতি হয়েছিল তা থেকে সম্পূর্ণ সরে গিয়ে, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষা চালু করা হয়েছে। সমগ্র শিক্ষাব্যবস্থাকে পরীক্ষাব্যবস্থায় পরিণত করা হয়েছে। যার ফলে চাহিদা বেড়েছে কোচিং ও গাইড বইয়ের। সরকারের সমর্থক বুদ্ধিজীবীসহ অন্যান্য বুদ্ধিজীবীরাও এই সব পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে। তার পরেও এই সব পরীক্ষা বাতিল করা হচ্ছে না।’
সমাবেশ উদ্বোধন করে ড. আবুল মোমেন বলেন, ‘শিক্ষায় প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের শিক্ষা হচ্ছে নির্জীব শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিশুকে প্রাণবন্ত না করে কীভাবে নির্জীব রাখা যায়, তার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। শিশুদেরকে তাদের ইচ্ছে মতো কিছুই করতে দেওয়া হয় না। সে যদি লাফাতে চায়, বলা হয় পা ভাঙবে। শিশুদের সব বিষয়ে আমরা না বলি। কিন্তু আমাদের উচিত হ্যাঁ বলা।’
তিনি আরো বলেন, ‘আমরা কথায় কথায় উন্নয়নের কথা বলি। আমরা অনেক উন্নায়নের চিত্রও দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের মানসিক-সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। এ গুলো মহামারি আকার ধারণ করেছে। আমরা নিজেদের সুন্দরবন ধ্বংস করছি, আমাদের নদী ধ্বংস করছি।’
সারাবাংলা/আরএম/এমআইএস/এমআই