Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে টুঙ্গীপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাবাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২২ ১৪:৫৭ | আপডেট: ৭ অক্টোবর ২০২২ ১৫:০৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে প্রথমবারের সতো পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন রাষ্ট্রপতির পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে শুক্রবার (৭ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় রাষ্ট্রপতির যাত্রা করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হওয়ার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মতর্কারা।

রাষ্ট্রপতি হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সারাবাংলা/এমও

পদ্মা সেতু রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর