Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জে অটোরিকশা চালক ও আড়াইহাজারে ব্যবসায়ীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২২ ১৩:৩৭

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সুজন মিয়া নামের এক অটোরিকশা চালককে গলাকাটা হত্যা করেছে দুর্বৃত্তরা। আর আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে পৃথক এসব হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার ভোরে আটি ওয়াপদা কলোনি এলাকার রাস্তার পাশ থেকে অটোরিকশা চালক সুজন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে চাঁদপুরের গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি মনসুর মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের পাশে একটি ইজিবাইক ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমেছে।

এদিকে, আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার ঝাউগড়া এলাকায় ঘটনা ঘটে। সে শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ও সালমদী বাজারের সবজি ব্যবসায়ী।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত ) মনজুরুল মোর্শেদ পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিন ভোরে মোমেন সবজি আনার জন্য ভুলতা যান। ভোরে অটোরিকশাযোগে ঝাউগড়া পৌঁছালে ৩/৪ জনের ছিনতাইকারীর দল গতিরোধ করে মোমেনের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

অটোরিকশা চালক সবজি ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর