Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক-ইউটিউবের জন্য ভিডিও ধারণ বন্ধে ১৬ বাস কোম্পানিকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২২ ১১:২৮

ঢাকা: টিকটক ও ইউটিউবের জন্য ভিডিও ধারণ বন্ধে ১৬টি বাস কোম্পানিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট ও জজকোর্টের ৯ আইনজীবী এ লিগ্যাল নোটিশ পাঠান।

শুক্রবার (৭ অক্টোবর) আইনজীবীদের একজন অ্যাডভোকেট মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

দূরপাল্লার যাত্রীবাহী বাসে দুর্ঘটনা রোধে হানিফ পরিবহন, শ্যামলী এন আর ট্রাভেলার্স, গ্রিন লাইন পরিবহন, এস আর ট্রাভেলস, এনা ট্রান্সপোর্ট, নাবিল পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, সেন্টমার্টিন পরিবহন, সৌদিয়া পরিবহন, ইউনিক সার্ভিস, গোল্ডেন লাইন পরিবহন, দেশ ট্রাভেলস, টি আর ট্রাভেলস, সাকুরা পরিবহন ও ইমাদ এন্টারপ্রাইজকে এই লিগ্যাল নোটিশে পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন সেবায় কিছু চালক বেপরোয়াভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে বিভিন্ন সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে। এমনকি এসব দুর্ঘটনায় অনেক যাত্রী পঙ্গু হওয়াসহ নিহত পর্যন্ত হয়েছেন। একইসঙ্গে পরিবহনগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে। গাড়ি চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর পেছনে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে উৎসাহিত করে চলছে।

আরও বলা হয়, এই স্বার্থন্বেষী মহলের অধিকাংশ ব্যক্তিই ফেসবুক ও টিকটক ব্যবহার করেন। এইসব ব্যক্তি ফেসবুক ও টিকটক ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খুলে দ্রুত গতিতে গাড়ি চালাতে চালককে উৎসাহ দিয়ে ভিডিও ধারণ করেন। সেগুলো পরে পোস্ট করেন এবং এর মাধ্যমে তারা অর্থ উপার্জন করেন।

এ অবস্থায় নোটিশ গ্রহীতাসহ বাস কোম্পানির পক্ষ হতে চালকদের গাড়ি চালাতে অধিকতর সর্তকতা ও সচেতনতামূলক নোটিশ ইস্যু করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় কোনো দুর্ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় নোটিশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

১৬ বাস কোম্পানি টপ নিউজ টিকটক-ইউটিউব নোটিশ ভিডিও ধারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর