বঙ্গ সি ফুড প্রোডাক্টসকে ৫ লাখ টাকা জরিমানা
৬ অক্টোবর ২০২২ ২৩:৪৮ | আপডেট: ৬ অক্টোবর ২০২২ ২৩:৪৯
গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে টঙ্গীর দত্তপাড়া ও স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
কারখানায় ভুয়া বিএসটিআই সিল ব্যবহার দশটি পন্য উৎপাদন, অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদন, ওজনে কম, কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ও একটি রেস্টুরেন্টে নিম্নমানের খাবার পরিবেশন করায় এই জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বঙ্গ সি ফুড প্রোডাক্টস কারখানাকে পাঁচ লাখ ও টঙ্গীর স্টেশন এলাকায় পালকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, কারখানাটিতে রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচার, মোড়কজাত মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ গুড়া, মরিচ গুঁড়া, মাংসের মসলা, জুসসহ বিভিন্ন পন্যে বিএসটিআইয়ের প্রতীক ব্যবহার করে অবৈধভাবে এ সব খাদ্য সামগ্রী উৎপাদন, বাজারজাত করে আসছিল। এ কারণে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি রেস্টুরেন্টে পচাবাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।’
সারাবাংলা/একে