Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন গোলাম রব্বানী

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ২৩:৪৩

ঢাকা: সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী। প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়াও আরও ছয় বিচারককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।

এ ছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল পদে, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, আইন কমিশনের গবেষণা কর্মকর্তা হাসান মো. আরিফুর রহমানকে ডেপুটি রেজিস্ট্রার, নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ এ এইচ এম তোয়াহাকে ডেপুটি রেজিস্ট্রার, কুষ্টিয়ার সিনিয়র সহকারী জজ রাশেদুর রহমানকে সহকারী রেজিস্ট্রার, ঝিনাইদহের জেলা লিগ্যাল এইড অফিসার বেগম সেলিনা খাতুনকে সহকারী রেজিস্ট্রার এবং পটুয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারকে সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, উপরে বর্ণিত বিচারকদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বদলিকৃত কর্মস্থলে অবিলম্বে যোগদানের অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর