Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ২৩:৩১

গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত দশটায় গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে একটি ঝুটের গুদামে ধোঁয়া দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে জানা যায়নি।

সারাবাংলা/একে

আগুন গাজীপুর ঝুটের গুদাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর