Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘরছাড়া নিলয় বললেন, এটি ভুল পথ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৯:৪৯ | আপডেট: ৭ অক্টোবর ২০২২ ০৬:৪১

ঢাকা: জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘরছাড়া শারতাজ ইসলাম ওরফে নিলয় (২২) বলেছেন, জঙ্গিবাদে যেন কেউ না জড়ান। এটি ভুল পথ। আর ভুল বুঝতে পারার কারণেই আমি আবার বাড়ি ফিরি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে নিজের জঙ্গিবাদের জড়িয়ে পড়া ও পরবর্তী সময়ে ভুল বুঝতে পারার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন নিলয়।

তিনি বলেন, ‘খালাতো ভাইয়ের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের উদ্দেশে বাসা ছেড়েছিলাম। পরে আমি আমার ভুল বুঝতে পারি। হিজরত করার পর পটুয়াখালী থেকে পালিয়ে বাসায় ফিরে আসি আমি।’

জঙ্গিবাদে জড়িয়ে কথিত হিজরতের নামে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট সাতজনকে গ্রেফতারের পর সাংবাদিকদের জানাতে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব। সেখানে নিলয়ও উপস্থিত ছিলেন।

জঙ্গিবাদে জড়ানো সম্পর্কে নিলয় বলেন, ‘এটি একটি ভুল পথ। কোনো কিছু করার আগে জেনেবুঝে করা উচিত। কেউ আমার মতো না বুঝে এমন ভুল করবেন না।’

তিনি আরও বলেন, ‘পরিবার ছেড়ে কথিত হিজরতে যাওয়ার পর তিনি নিজের ভুল বুঝতে পারেন। তাই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। সুযোগ বুঝে তিনি পালিয়ে বাসায় ফিরে আসেন।’

শারতাজ বলেন, ‘আমি চার থেকে পাঁচদিন হিজরতে ছিলাম। তার মধ্যেই বুঝতে পারি, এটি ভুল পথ। আসলেই এটি ভুল পথ। এই ভুল পথে কেউ যেন পা না বাড়ায়, সেই অনুরোধ আমি জানাই।’

র‍্যাব জানায়, জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ সাতজনকে তারা বুধবার গ্রেফতার করে।

গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে আট তরুণ নিখোঁজ হন। তাদের মধ্যে শারতাজ নিলয়ও ছিলেন। তিনি গত ১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুরের বাড়িতে ফিরে আসেন।

বিজ্ঞাপন

মূলত নিলয়ের দেওয়া তথ্য মতেই জঙ্গিবাদে জড়ানো অন্য সাতজনকে গ্রেফতার করে র‌্যাব।

সারাবাংলা/ইউজে/ইআ

জঙ্গিবাদে উব্দুদ্ধ টপ নিউজ র‍্যাব শারতাজ নিলয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর