Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের আগে সংলাপ হবে না: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৭:৫৬

ফাইল ছবি

ঢাকা: নির্বাচনের আগে দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে জাতিসংঘ সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। ভোটে আসা না আসা রাজনৈতিক দলগুলোর ব্যাপার। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের কাছে ভোট চাইবে কিভাবে। তারা জনগণকে পুড়িয়েছে। মানুষ হত্যা করেছে। বোমা মেরেছে সাধারণ মানুষের ওপর। কাজেই তাদের ভোট চাওয়ার অধিকার খর্ব হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি আন্দোলন করছে করুক। আন্দোলন করা ভালো। কিন্তু ভোটে আসুক, এতে তাদের ভালো হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি এখন এসে বলছে প্রহসনের নির্বাচনে তারা আসবে না। এই প্রহসনের নির্বাচন তো তারাই সৃষ্টি করেছে। প্রহসনের নির্বাচন তো বিএনপির সৃষ্টি। মানুষ যেন ভোটটা দিতে পারে সেই পরিবেশ তো আমরাই তৈরি করেছি। শেকড়ের জোর যদি তাদের থাকত তাহলে তাদের বিদেশি শক্তির কাছে দৌড়াতে হতো না।’

সারাবাংলা/ইউজে/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর