Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি চাই নতুন নেতৃত্ব আসুক: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৬:২৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২২ ১৮:১২

ফাইল ছবি

ঢাকা: আগামী ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কাউন্সিল সম্পর্কে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলের একজন কাউন্সিলরও যদি চান তাহলে আমি দায়িত্ব ছেড়ে দেব। আমার অবসরের সময় এসেছে। আমি চাই দলে নতুন নেতৃত্ব আসুক।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন করা। সেই কাজটি করতে পেরেছি। জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল। এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০০৮ থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় আছে।’

‘এখন আমি বিদায় নিতে প্রস্তুত। আমার বিদায় নেওয়ার সময় চলে এসেছে’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বাইরে যত ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এমনটিই শুনেছি-আগামী ২০২৩ সাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুর্ভিক্ষ এগিয়ে আসছে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকেনি। আমরা যে বাজেট দিয়েছি তাতে সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়েছি।’

‘সব জায়গায় বরেছি, বিদেশে প্রবাসীদের বলেছি বাড়িতে খবর দেন। যার যেখানে যতটুকু জমি আছে, ফসল ফলান। এক ইঞ্চিও জমিও যেন অনাবাদী না থাকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিলাসবহুল পণ্য কম আমদানির পদক্ষেপ নিয়েছি। যতরকম ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিচ্ছি। যে সমস্ত প্রকল্প আমাদের জরুরি সেগুলো দ্রুত শেষ করে দিচ্ছি। প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও বড় অঙ্কের টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়ব তা কিন্তু করি না। যেটায় ভালো রিটার্ন পাবো সেটিই আমরা করি। আমরা পরিকল্পিতভাবেই কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেসকারিখাতকেও উন্মুক্ত করে দিয়েছি। পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে।’

‘জনগণের প্রতি আমার আস্থা আছে। জনগণের যেন কোনো অসুবিধা না হয় সেটির দিকে আমাদের মনোযোগ আছে। … আমার মনে হয় দুশ্চিন্তার কিছু নেই। সবাইকে চিন্তা করতে হবে দেশটা আমাদের। সকলে মিলে দেশটাকে গড়ে নিতে হবে।’

‘আমি বলতে পারি লংটার্ম, মিডিয়াম টার্ম যা-ই বলি না কেন আমাদের কোনো ঝুঁকি নেই,- সেই নিশ্চয়তাটুকু আমি দিতে পারি’ সংবাদ সম্মেলনে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/একে

জাতিসংঘ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর