Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে গুলি, শিশুসহ নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর ২০২২ ১৪:৪৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২২ ১৫:৩৯

থাইল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারে এক সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ শিশু ও বাকিরা প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসি ও রয়টার্স।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিশু এবং প্রাপ্তবয়স্কদের গুলি ও ছুরিকাঘাত করেছেন হামলাকারী। বর্তমানে পলাতক রয়েছেন তিনি। হামলাকারীকে শেষবার একটি সাদা রঙের চার দরজার টয়োটা পিক-আপ ট্রাক চালাতে দেখা গেছে। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

এদিকে আলজাজিরার খবরে পুলিশের বরাতে বলা হয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী পরে তার স্ত্রীও সন্তানকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।

দেশটির নম্বর বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপি’কে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে। আর বাকিরা প্রাপ্ত বয়স্ক।

থাইল্যান্ডে এ ধরনের গোলাগুলির ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে দেশটির নাখোন রাতচাসিমা শহরে একজন সেনাবাহিনীর সদস্য গুলি করে ২১ জনকে হত্যা করেছিল। আর এ ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছিল। আর দুই বছরের মাথায় এবার এক সাবেক পুলিশ সদস্য এলোপাতাড়ি গুলি চালিয়ে এ হতাহতের ঘটনা ঘাটল।

সারাবাংলা/এনএস

থাইল্যান্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর