Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএমে ভোট হলে অংশ নেবে জাপা: রওশন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৩:৫০

ঢাকা: জাতীয় সংসদের বিরোদী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি (জাপা) নির্বাচনমুখী দল। তাই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ইভিএম পদ্ধতিতে হলে তাতে অংশ নেবে জাতীয় পার্টি।’

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  ভিডিও বার্তায় জাপা নেতা এসব কথা বলেন।

রওশনের এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির নির্বাচনমুখী দল। দুর্দিনেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী নির্বাচনেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশের জনগণ আজ ফোর-জি, ফাইভ-জি ব্যবহার করছে। তথ্য প্রযুক্তিতে দেশে এগিয়ে যাচ্ছে। ইভিএম’এ ভোট হলে তাতে ক্ষতি নেই। আমরা ইভিএম’এ পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি বলেন, ‘যারা নির্বাচনে জয়লাভ করেন তারা বলেন— নির্বাচন সুষ্ট হয়েছে। যারা হেরে যান তারা বলেন— কারচুপি হয়েছে। আমি মনে করি বাংলার মানুষ যাদের ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবেন। দেশের জনগণ জাতীয় পার্টির সঙ্গে আছে এবং ভোট দেবে।’

আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলন সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘গত কাউন্সিলে একতরফাভাবে জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধন সংযোজন করা হয়েছে। যা খুব দুঃখজনক। গঠনতন্ত্রে এমন কিছু ধারা সংযোজন করা হয়েছে, যা দিয়ে একতরফাভাবে দলের নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এটা ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির দুর্দিনে যেসব নেতাকর্মীরা প্রায়ত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে আগলে রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আজ তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আগামী কাউন্সিলে সকল নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করা হবে।’

বিজ্ঞাপন

বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘আমি সুস্থ। আমার কোনো সমস্যা নাই। আমি শিগগিরই দেশে ফিরব।’

সংবাদ সম্মেলনে রওশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা গোলাম মসিহ এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘জিএম কাদের বলে বেড়াচ্ছেন— বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কেউ নয়। এ কথা ঠিক নয়। তিনি দলের এক নম্বর প্রেসিডিয়াম সদস্য এবং প্রধান পৃষ্ঠপোষক। সংসদীয় দলের নেতৃত্ব দেন তিনি।’

তিনি আরও বলেন, ‘রওশন এরশাদ জাতীয় পার্টি ভাঙানের মুখে ফেলতে চান না। সবাইকে নিয়ে পার্টিকে শক্তিশালী করতে চান তিনি।

বিশেষ মহলের হস্তক্ষেপে রওশন এরশাদ হঠাৎ করে দলকে বিভক্ত করেছেন— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গোলাম মসিহ বলেন, ‘কোনো বিশেষ মহল এখানে নেই। এই বিশেষ মহল কারা, তা আমরা জানি না।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস

জাতীয় পার্টি (জাপা) টপ নিউজ বেগম রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর