Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের মহড়ার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর ২০২২ ১২:৪৯

সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ‘প্রতিরোধ ব্যবস্থা’ হিসেবে এই পরীক্ষা চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক বিবৃতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। এর আগে, গত মঙ্গলবারের জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনার জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে।

বিজ্ঞাপন

এ পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেয় উত্তর কোরিয়া। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে ‘প্রতিরোধ ব্যবস্থা’ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে তারা।

সম্প্রতি নিজেদের যৌথ সামরিক মহড়া জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এতে করে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বেড়েছে বলেও দাবি করে উত্তর কোরিয়া।

এছাড়া পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান আবারও মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছে উত্তর কোরিয়া। একমাসেরও কম সময়েরও মধ্যে যুক্তরাষ্ট্র গতকাল বুধবার দ্বিতীয়বারের মতো তাদের এ রণতরীটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, কোরীয় উপদ্বীপের জলসীমায় মার্কিন রণতরী আবারও মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি।

সারাবাংলা/এনএস

উত্তর কোরিয়া টপ নিউজ দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর