Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে পূজার দায়িত্ব পালনকালে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২২ ১৮:২৪

নাটোর: জেলার তেবাড়িয়ায় পূজার সময় পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা দুইজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

মৃত ব্যক্তিরা হলেন- নাটোর পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী এবং আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী (৫৯)। বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন আনসার সদস্য আলাউদ্দিন আলী। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহাসড়ক সংলগ্ন তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দূর্গা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হন। পরে মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহমেদ আলম এ বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দুই জনের মৃত্যুর বিষয়ে তিনি অবগত রয়েছেন। ওই দুই পরিবারে শোক চলছে।

সারাবাংলা/ইআ

দায়িত্ব পালন পুরোহিত