Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২২ ১৫:১১

চাঁপাইনবাবঞ্জ: গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় জুয়েল রানা (৩১) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোম্বর) ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর (কুইচাঁ গাঁড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনাম মোল্লাহ জানান, জুয়েল রানা ভোর ৬টার দিকে নাচোল উপজেলায় তার পেয়ারা বাগানে যাচ্ছিলেন। এ সময় একদল ডাকাত তার পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবায়ের আহমেদ জানান, মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। হামলাকারী ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইআ

ডাকাতের হামলা ব্যবসায়ী খুন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর