Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৮:২৩

কক্সবাজার: উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া আক্তার (১১) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও এক তরুণী।

সোমবার (৩ অক্টোবর) মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসফিয়া ওই ক্যাম্পের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে। এ ছাড়া গুলিবিদ্ধ তরুণী দিল কায়েছ (১৮) একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ-৫২ ব্লকের ইয়াছিনের শেটের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় শিশু তাসফিয়া ও দিল কায়েছ গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। তবে গুলিবিদ্ধ দিল কায়েছ এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

রোহিঙ্গা শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর