‘বিদ্যুৎ স্বাভাবিক হতে সময় লাগবে ২ থেকে ৩ ঘণ্টা’
৪ অক্টোবর ২০২২ ১৭:৩২ | আপডেট: ৪ অক্টোবর ২০২২ ১৯:০২
ঢাকা: ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী। তবে ঢাকায় সাড়ে পাঁচটা নাগাদ বিদ্যুৎ চালুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই দু’জনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
পিজিসিবি নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। কর্মকর্তারা কাজ করছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ঘোড়াশালে সমস্যা হয়েছে। আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগেতে পারে বিদ্যুৎ পেতে।’
তিনি বলেন, ‘ঘোড়াশাল ও আশুগঞ্জ চালু হয়েছে। আমরা শ্যামপুর পর্যন্ত চলে এসেছি। তবে শ্যামপুরের সাধারণ মানুষ এখনই বিদ্যুৎ পাবে না। ঢাকা শহরে বিদ্যুৎ পেতে আরও দুই থেকে তিন ঘণ্টা লাগবে। তাও পুরোপুরি নয়, কিছু অংশে বিদ্যুৎ পাবে।’
এদিকে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সমস্যর বিষয়টি আমরা এখনও চিহ্নিত করতে পারিনি। সাড়ে ৫টা নাগাদ ঢাকার অংশ বিশেষে বিদ্যুৎ চালুর লক্ষ্যে আমরা কাজ করছি। তবে চালু না হওয়ার আগেই বলা যাচ্ছে না, কখন বিদ্যুৎ আসছে।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম