গৃহবধূ ও কিশোরীকে ধর্ষণের পর ভিডিও, যুবক গ্রেফতার
৪ অক্টোবর ২০২২ ১৪:৫৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২২ ১৪:৫৬
চট্টগ্রাম ব্যুরো: রাস্তা থেকে তুলে নিয়ে এক গৃহবধূ ও তার আত্মীয় এক কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ৯ দিন আগে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় ধর্ষণের শিকার হন তারা।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার জালাল উদ্দিন (৩২) লোহাগাড়া উপজেলার তৈয়বের পাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।
র্যাব জানায়, গত ২৫ সেপ্টেম্বর গৃহবধূ ও তার ভাসুরের কিশোর বয়সী মেয়ে উপজেলার ফকিরহাট বাজার থেকে রিকশায় করে সদরে ফিরছিলেন। পথে রিকশা আটকে জালাল ও কায়সার তাদের তুলে নিয়ে বড়হাতিয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে কায়সার গৃহবধূকে ধর্ষণ করে এবং জালাল ভিডিওচিত্র ধারণ করে। এসময় কিশোরী চিৎকার দিলে জালাল তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে এবং কায়সার ভিডিওচিত্র ধারণ করে।
পরবর্তীতে ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে তারা। গৃহবধূর পরিবার তাদের সাড়ে আট হাজার টাকা দেয়। এরপরও বাকি টাকার জন্য চাপ দিতে থাকলে ২৯ সেপ্টেম্বর ওই গৃহবধূ লোহাগাড়া থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন।
৩০ সেপ্টেম্বর লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে মো. কায়সারকে (৩৫) গ্রেফতার করে। কায়সারের বাড়িও লোহাগাড়া উপজেলায়।
গ্রেফতার জালালকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/ইআ