Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ইলিশ রফতানির মেয়াদ বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৪:৩৭ | আপডেট: ৪ অক্টোবর ২০২২ ১৪:৪০

ঢাকা: দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির মেয়াদ আগামী ৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বাড়িয়েছে সরকার। রফতানিকারক ছয়টি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ইলিশ রফতানির সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, গত ৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইলিশ রফতানির সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রফতানির সময় বর্ধিত করা হলো। মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাশফি অ্যান্ড ব্রাদার্স, কে.বি এন্টারপ্রাইজ, সিগোল্ড এক্সপোর্ট ইন্টারন্যাশনাল, জনতা ফিস অ্যান্ড ফিস এই ছয়টি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বলা হয়, ভারতে ইলিশ রফতানির অনুমতিপত্রের আগের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানির জন্য ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শর্তসাপেক্ষে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। সে হিসাবে মোট দুই হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। এসব ইলিশের চালান গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ভারতে ইলিশ রফতানি প্রথম চালান গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে দু’টি ট্রাকে আট মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়। এরপর ৭ সেপ্টেম্বর বরিশাল থেকে দুটি ট্রাকে করে সাত টন ইলিশ ভারতে পাঠানো হয়। এরই ধারাবাহিতকতায় গত ৯ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের উনকোট জেলায় দুই হাজার কেজি ইলিশ পাঠানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত বছর দুর্গাপূজায় ১১৫টি রফতানিকারক প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রফতানি হয়েছিল।

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ ভারতে ইলিশ রফতানি মেয়াদ বাড়ল

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর